যোগ্য এবং চৌকস নেতৃত্বে একদল একনিষ্ঠ কর্মী নিয়ে হিতাকাঙ্ক্ষী ও সর্বসাধারণের ডোনেশন,দান-সাদাকায়, এতিম, অসহায়,দরিদ্র ও পথশিশুদের মৌলিক অধীকার, শিক্ষা, শিশু সেবা,চিকিৎসা, পূর্ণর্বাসন,আদর্শ মক্তব এবং স্কুল প্রতিষ্ঠা, শিক্ষক প্রশিক্ষণ, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে দেশব্যাপী ত্রাণ বিতরণ ইত্যাদি প্রজেক্টে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
আল্লাহ তা'আলার দয়ায় প্রতিষ্ঠাকাল থেকেই শিশুমনে ইমান ও দেশ প্রেমের বীজ বপণের লক্ষ্যে বিভিন্ন দাওয়াতি কার্যক্রম চলছে। এবং শিশুদেরকে অপসংস্কৃতির আগ্রাসন থেকে বাঁচাতে এবং সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে 'মুক্তকণ্ঠ শিল্পীগোষ্ঠী'। যেখানে হামদ, নাত ও ইসলামিক নাশিদ শেখানো হয় এবং তা নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রচার করা হয়।
প্রকাশনা বিভাগ থেকে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, 'এসো সহজ পদ্ধতিতে কুরআন শিখি '২৪ ঘণ্টার মাসআলা, 'ফ্রি' মাইন্ডের অন্তরালে' 'মুমিনের রমাদান ইত্যাদি মূল্যবান বই। আজকার ও এসো নামাজ শিখি সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বইয়ের কাজ চলমান।
প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিটি প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ, পুনর্বাসন, এবং নগদ টাকা প্রদান করেছে। শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, রমাদানে ইফতার বিতরণ, শীতকালে শীত বস্ত্র বিতরণ, টিউবওয়েল স্থাপন, প্রচন্ড গরমের সময় পথচারীদের ঠান্ডা পানি ও সরবত পান করানো, বৃক্ষরোপণ ইত্যাদি। বিশেষভাবে গত করোনা মহামারিতে সংস্থাটির ভূমিকা ছিলো অতুলনীয়
শিক্ষা: দ্বীনি শিক্ষা বিস্তারের লক্ষ্যে আমরা ৮৭ হাজার গ্রামে ৮৭ হাজার আদর্শ মক্তব এবং প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা প্রাজেক্ট হাতে নিয়েছে। এতিম, অসহায় ও মেধাবি ছাত্রদেরকে শতভাগ স্কলারশীপে লেখাপড়া ও ভরণ পোষণের যাবতীয় দায়িত্ব গ্রহণ। ইতিমধ্যে আপনাদের আন্তরিকতাপূর্ণ সহযোগিতা ও দোয়ায় কুড়িগ্রাম, গাইবান্ধা, নরসিংদীর প্রত্যন্ত অঞ্চলে ১০ টি মক্তব প্রতিষ্ঠা হয়েছে এবং হিংহশ্রী গ্রামে ১ টি মক্তব পরিচালিত হচ্ছে । অপ্রাতিষ্ঠানিক শিক্ষার অংশ হিসাবে ২০১৮ সাল থেকে প্রতি রামাদানে মসজিদ, গ্রাম ও মহল্লা কেন্দ্রীক কুরআন শিক্ষা ও ফরজ ইলম প্রশিক্ষণের আয়োজন করা ও সারা বছর শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এই আয়োজনের মাধ্যমে ‘এসো সহজ পদ্ধতিতে কুরআন শিখি’ কায়দাটি বিনামূল্যে বিতরণ করা হয়।
Copyright © 2024 BSSUS. All rights reserved.