বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা

২০১৮ সনে প্রতিষ্ঠিত এই সংস্থাটি সম্পুর্ণ অরাজনৈতিক ও অলাভজনক একটি সেবামূলক প্রতিষ্ঠান।

২০১৮ সনে প্রতিষ্ঠিত এই সংস্থাটি সম্পুর্ণ অরাজনৈতিক ও অলাভজনক একটি সেবামূলক প্রতিষ্ঠান।

যোগ্য এবং চৌকস নেতৃত্বে

যোগ্য এবং চৌকস নেতৃত্বে একদল একনিষ্ঠ কর্মী নিয়ে হিতাকাঙ্ক্ষী ও সর্বসাধারণের ডোনেশন,দান-সাদাকায়, এতিম, অসহায়,দরিদ্র ও পথশিশুদের মৌলিক অধীকার, শিক্ষা, শিশু সেবা,চিকিৎসা, পূর্ণর্বাসন,আদর্শ মক্তব এবং স্কুল প্রতিষ্ঠা, শিক্ষক প্রশিক্ষণ, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে দেশব্যাপী ত্রাণ বিতরণ ইত্যাদি প্রজেক্টে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

দাওয়াহ

আল্লাহ তা'আলার দয়ায় প্রতিষ্ঠাকাল থেকেই শিশুমনে ইমান ও দেশ প্রেমের বীজ বপণের লক্ষ্যে বিভিন্ন দাওয়াতি কার্যক্রম চলছে। এবং শিশুদেরকে অপসংস্কৃতির আগ্রাসন থেকে বাঁচাতে এবং সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে 'মুক্তকণ্ঠ শিল্পীগোষ্ঠী'। যেখানে হামদ, নাত ও ইসলামিক নাশিদ শেখানো হয় এবং তা নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রচার করা হয়।

প্রকাশনা

প্রকাশনা বিভাগ থেকে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, 'এসো সহজ পদ্ধতিতে কুরআন শিখি '২৪ ঘণ্টার মাসআলা, 'ফ্রি' মাইন্ডের অন্তরালে' 'মুমিনের রমাদান ইত্যাদি মূল্যবান বই। আজকার ও এসো নামাজ শিখি সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বইয়ের কাজ চলমান।

সেবা

প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিটি প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ, পুনর্বাসন, এবং নগদ টাকা প্রদান করেছে। শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, রমাদানে ইফতার বিতরণ, শীতকালে শীত বস্ত্র বিতরণ, টিউবওয়েল স্থাপন, প্রচন্ড গরমের সময় পথচারীদের ঠান্ডা পানি ও সরবত পান করানো, বৃক্ষরোপণ ইত্যাদি। বিশেষভাবে গত করোনা মহামারিতে সংস্থাটির ভূমিকা ছিলো অতুলনীয়