বন্যার্তদের পাশে বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের মধ্যে ত্রাণতৎপরতা চালাচ্ছে বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা।
বন্যাকবলিত ফেনী, বসুরহাট, দেবিদ্দা, সেনবাগ, ফেনীর সোনাগাজী ও নোয়াখালী সদর সোনাপুরসহ বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবে ত্রান বিতরণ করে যাচ্ছে সংগঠনটি।
সংস্থার চেয়ারম্যান, মুফতি শেখ মনিরুজ্জামান মাহমুদী বলেন, বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার কেন্দ্রীয়, জেলা, থানা কমিটি ও স্থানীয় সদস্যরা সম্মিলিত ও পৃথকভাবে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের নেতাকর্মীরা জীবন বাজি রেখে মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। কেন্দ্রীয়ভাবে আমরা সারা দেশ থেকে অর্থ ও সহায়তা সংগ্রহ করে মানুষের মধ্যে বিতরণ করছি।
তিনি বলেন, বাংলাদেশ শিশু শিক্ষা সংস্থা বন্যায় ক্ষতিগ্রস্থ ওলামায়ে কেরাম ও আইম্মায়ে মাসাজিদের প্রতি বিশেষ লক্ষ্য রাখছে। আমরা স্বহস্তে বেশকিছু ক্ষতিগ্রস্থ আলেমের হাতে উপহার তুলে দিয়েছি এবং ভবিষ্যতেও দিবো ইনশআল্লাহ।
তিনি আরো বলেন, গণমানুষের ভালবাসা আমাদেরকে অনেক বেশী অনুপ্রাণিত করেছে। আমাদের ছাত্র-শিক্ষক, মুসল্লী, ভক্তবৃন্দ সবার আন্তরিক অনুদান, দোয়া ও ভালবাসায় আমরা সুন্দরভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়েছি। 
প্রথম পর্বে সহস্রাধিক মানুষের মাঝে টাকা ও উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা চলতি সপ্তাহে একাধিক টিমে পাঁচ সহস্রাধিক মানুষের নিকট উপহার সামগ্রী পৌছানোর পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
তিনি আরো বলেন আমরা ত্রাণ বিতরণের ক্ষেত্রে সেসব অঞ্চলকে প্রাধান্য দিচ্ছি, যেখানে সাধারণত ত্রাণ পৌঁছাচ্ছে না। দুর্গত মানুষের মাঝে আমরা চাল, ডাল, তেল, লবন, আলু, মুড়ি, বিস্কুট, স্যালাইন, ঔষধ, গ্যাস লাইট, মোমবাতি, শিশুদের পোষাক, শিশুখাদ্য ও শাড়ী, লুঙ্গি বিতরণ করেছি।
ত্রাণ কার্যক্রমের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, আমরা ত্রাণ ও পুনর্বাসন উভয়টিকে গুরুত্বপূর্ণ মনে করি। আমাদের ত্রাণ কার্যক্রম অব্যাহতভাবে চলমান থাকবে। পাশাপাশি আমরা পুনর্বাসনের কাজও হাতে নিবো ইনশাআল্লাহ।
ত্রাণ কার্যক্রমে স্বশরীরে অংশ নিয়েছেন বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মুফতি শেখ মনিরুজ্জামান মাহমুদী, সহ-সভাপতি মুফতি ওমর ফারুক যুক্তিবাদী, জনাব জাকির হোসেন মোল্লা, জনাব জয়নুল আবেদীন, জনাব আশিকুর রহমান, জনাব বেলাল হোসাইন, মাওলানা জুলকারনাইন, হাফেজ সাইফুল ইসলাম সহ এক ঝাক ভলান্টিয়ারবৃন্দ।