বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত নবীন হাফেজ সংবর্ধনা ২০২৪।

বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত নবীন হাফেজ সংবর্ধনা ২০২৪। সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মুফতি শেখ মনিরুজ্জামান মাহমুদী। প্রধান আকর্ষণ আন্তর্জাতিক কারী পিএইচপি কোরআনের আলো, এর চেয়ারম্যান, ক্বারী জহিরুল ইসলাম এর মনোমুগ্ধকর তেলাওয়াত অনুষ্ঠানের আকর্ষণ বহুগুণ বৃদ্ধি করে। মাস্টার মোহাম্মদ আমিনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস আল্লামা জালাল উদ্দিন, প্রধান আলোচক মুফতি নাসির উদ্দিন, বিশেষ আলোচক ,মাওলানা ইসমাইল বিশেষ অতিথি ,আশরাফ উদ্দিন খান আল আমিন , উদ্বোধক আমিনুল ইসলাম মাস্টার সহ ইত্তেফাকুল উলামা সিংহশ্রী এর উলামায়ে কেরাম এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ। আলোচকবৃন্দ ইসলামের তাহজিব ও তামাদ্দুন রক্ষায় শিশুদেরকে ইসলামী মূল্যবোধ শেখানোর গুরুত্ব ব্যক্ত করেন। আগামীতে দেশব্যাপী কুরআন শিক্ষার অঙ্গীকার নিয়ে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।