শিক্ষা: দ্বীনি শিক্ষা বিস্তারের লক্ষ্যে আমরা ৮৭ হাজার গ্রামে ৮৭ হাজার আদর্শ মক্তব এবং প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা প্রাজেক্ট হাতে নিয়েছে। এতিম, অসহায় ও মেধাবি ছাত্রদেরকে শতভাগ স্কলারশীপে লেখাপড়া ও ভরণ পোষণের যাবতীয় দায়িত্ব গ্রহণ। ইতিমধ্যে আপনাদের আন্তরিকতাপূর্ণ সহযোগিতা ও দোয়ায় কুড়িগ্রাম, গাইবান্ধা, নরসিংদীর প্রত্যন্ত অঞ্চলে ১০ টি মক্তব প্রতিষ্ঠা হয়েছে এবং হিংহশ্রী গ্রামে ১ টি মক্তব পরিচালিত হচ্ছে । অপ্রাতিষ্ঠানিক শিক্ষার অংশ হিসাবে ২০১৮ সাল থেকে প্রতি রামাদানে মসজিদ, গ্রাম ও মহল্লা কেন্দ্রীক কুরআন শিক্ষা ও ফরজ ইলম প্রশিক্ষণের আয়োজন করা ও সারা বছর শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এই আয়োজনের মাধ্যমে ‘এসো সহজ পদ্ধতিতে কুরআন শিখি’ কায়দাটি বিনামূল্যে বিতরণ করা হয়।
Copyright © 2024 BSSUS. All rights reserved.